আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের চাঁইসারা গ্রামে নবাব নামে এক চাঁদাবাজের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ই সেপ্টেম্বর বুধবার বিকালে চাঁইসারা গ্রামে সনাতনধর্মের লোকেরা এই মানববন্ধন ও প্রতিবাদসভার আয়োজন করে। উক্ত প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি হতে জানা যায় যে, গোবিন্দ পাড়া ইউনিয়নের চাঁইসারা গ্রামের মৃত মুনসুর রহমানের ছেলে নবাব হোসেন রুপে বাচ্চু একই গ্রামের সনাতন ধর্মাবলম্বীর লোকদের কাছ থেকে বিভিন্ন সময়ে হুমকি ধামকিসহ চাঁদা দাবি করে আসে। গত ১৬ই সেপ্টেম্বর মঙ্গলবার শ্রী নারায়ণ চন্দ্র ভবাণীর কাছ থেকে (৫০০০) হাজার টাকা দাবি করে। শ্রী নারায়ণ চন্দ্র ভবাণী চাঁদা দিতে অস্বীকার করলে তিনি তাকে দেশীয় ও অস্ত্র দিয়ে ব্যাপকভাবে মারধর করে। মারধরের কারণে শ্রী নারায়ণ চন্দ্র ভবাণী আহত অবস্থায়, বাগমারা থানায় চাঁদাবাজ নবাবের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগর বিষয়টি বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ডিএম জিয়াউর রহমান জিয়ার নজরে আসলে তিনি, আহত নারায়ণ চন্দ্র খোঁজ খবর নেন এবং প্রশাসনের হস্তক্ষেপর মাধ্যমে চাঁদাবাজ নবাবকে গ্রেপ্তার করতে সহায়তা করেন। উক্ত প্রতিবাদ সভাও মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ঐক্য ফন্ডের বাগমারা উপজেলার সাধারণ সম্পাদক মাস্টার শ্রী সুব্রত কুমার বিদ্যুৎ, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আলী মাষ্টার, সাধারণ সম্পাদক মোছাঃ শাহনাজ পারভীন আদুরী, বাগমারা উপজেলা তারেক জিয়া প্রজম্ম দলের সাধারণ সম্পাদক, মোঃ সিদ্দিকুর রহমান, আউচপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, মোঃ পলাশ উদ্দিন শাহ, তারেক জিয়া প্রজম্ম দলের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, বিএনপির নেতা মোঃ মিজানুর রহমান মিজান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মাস্টার রতন কুমার, মাস্টার দানিশ চন্দ্র প্রামানিক, ভবেশ চন্দ্র প্রামানিক, বিপুল চন্দ্র দাস, সুকেশ চন্দ্র, বিশ্বনাথ, নিপেন, ববিদাস, তাঁতীদলের নেতা মোঃ সুলতান সহ বিএনপির সকল অঙ্গ সঙ্গঠনের নেতৃবৃন্দ।