আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় কোলার বিলের মৎস্য চাষ প্রকল্পের সভাপতি মোঃ আলতাফ হোসেনর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ই সেপ্টেম্বর রবিবার সকালে নরদাশ ইউনিয়নের কোলার বিলের চারপাশের মানুষ বিলের ধারে একত্রে হয়ে এই মানববন্ধন করে। উক্ত মানববন্ধন হতে জানা যায় যে, কোলার বিলের মৎস্য চাষের সভাপতি মোঃ আলতাফ হোসেন দায়িত্ব পাওয়ার পর থেকেই দূর্নীতি শুরু করে। তিনি কাউকে পারাওয়া না করে নিজের ইচ্ছামত মাছ ছাড়া ও বিক্রয় করেন। তিনি বিলের কাউকে হিসাব দেওয়ার কথা ভাবেন নাই। এমনকি বিলের সদস্যদের মুল ক্যাশ টাকা ও ফেরত দেন নাই। এইভাবে তিনি নিজের ইচ্ছামত ২০কোটি ২১লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। তাই উক্ত প্রকল্পের সভাপতির আলতাফের অপসারণ সহ ন্যায্য বিচারের জন্য প্রকল্লের সদস্যরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন