আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলায় বিএনপির ৩১ দফা রূপরেখার প্রচারণা ও গণসংযোগ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিএনপি নেতা রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাড. মাহফুজুর রহমান। বৃহস্প্রতিবার বিকালে উপজেলার খালগ্রাম বাজারে তিনি এ গনসংযোগ করেন।
এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে উপস্থাপনা করেন। পাশাপাশি তিনি ন্যায় শাসন বাস্তবায়নের লক্ষ্যে ও জনগণের ভাগ্যের উন্নয়ন করার জন্য কাজ করার আশা ব্যক্ত করেন।
এ্যাড. মাহফুজুর রহমান বলেন, আমি ছোট বেলা থেকে বিএনপির রাজনীতি করতাম, পেশার তাগিদে আমি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কাজ করছি। সেখানে আমি বিএনপির নির্যাতিত নেতাকর্মীদের পক্ষ্যে কাজ করে থাকি। আগামী দিনে আমার প্রাণের বাগমারা বাসির কল্যাণে আমি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছি। আপনাদের দোয়া ভালবাসা নিয়ে বাগমারার মানুষের জন্য কাজ কাজ করতে পারি সে লক্ষ্যে আপনারা আমার পাশে থাকবেন।
গনসংযোগে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও তাহেরপুর পৌরসভা কৃষকদলের আহ্বায়ক আলাল হোসেন, বাগমারা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাজু আহমেদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক প্রভাষক আব্দুল জলির, ভবানীগঞ্জ পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হেনা রিপন, সাবেক মেম্বার আনসার আলী, উপজেলা পল্লী চিকিৎসক দলের আহ্বায়ক আবু নাসির, ছাত্রদলের নেতা আসিফ ইসলাম, আউচপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, তাহেরপুর পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।