রাজু আহমেদ স্টাফ রিপোর্ট
রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল হাইস্কুল এবং পার্শ্ববর্তী এলাকার এক ঝাঁক তরুণদের নিয়ে তৈরী একটি সম্পূর্ণ অরাজনৈতিক ছাত্র সংগঠন “তরুছায়া”।
২০২০ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে প্রতি ঈদে নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং মেধা বিকাশের জন্য বিভিন্ন আয়োজন করে থাকে।
এরই ধারাবাহিকতায় আজ ২৯ মার্চ শনিবার বিভিন্ন গ্রামের প্রায় অর্ধ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় । উপহার সামগ্রীর মধ্যে ছিল বিরিয়ানির চাল, লাচ্ছা,সেমাই, চিনি, তেল ইত্যাদি।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মচমইল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এস এম আঃসাত্তার।
অত্র অনুষ্ঠান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহরিয়ার জামান বলেন, অনেক বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে আমরা আজকে এ আয়োজন করতে পেরেছি শুধু আপনাদের দোয়ায়। আপনাদেরকে খুশি করতে পারাটাই আমাদের চূড়ান্ত সফলতা। যাদের সার্বিক সহযোগিতায় আজকের এ প্রোগ্রাম সফল হলো আপনার তাদের জন্য মন থেকে দোআ করবেন এইটুকুই প্রত্যাশা।
কমিটির সভাপতি খন্দকার মহিদুল ইসলাম নির্জন বলেন, ঈদের আনন্দ ভাগ করে নিতে তরুছায়ার প্রতিটি সদস্য অক্লান্ত পরিশ্রম করেছে। যারই প্রেক্ষিতে এমন একটি অনুষ্ঠান সম্ভব হয়েছে। ভবিষ্যতে যেন ভিন্ন আঙ্গিকে আরও শতাধিক পরিবারের পাশে দাঁড়াতে পারি এজন্য সকলের দোয়া কাম্য। এছাড়াও তিনি উপদেষ্টামন্ডলী সহ দেশে ও দেশের বাইরে থেকে যারা এ সংগঠনকে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সংগঠনের প্রধান উপদেষ্টা জয়নুল আবেদীন জয়,ইঞ্জিনিয়ার মুশফিক জাহান সজীব,মচমইল ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম,চাঁন্দের আড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সাত্তার,সংগঠনের সহ-সভাপতি জেমস,যুগ্ন সাধারন সম্পাদক তপু,প্রচার সম্পাদক আল-সিয়াম,দপ্তর সম্পাদক আকাশ প্রমূখ।