
আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের চাইসারা গ্রামের আহত হয়ে চিকিৎসাধীন শ্রী নারায়ণ চন্দ্র ভবাণীর খোঁজ খবর নেন তাঁতি দলের সভাপতি রাজশাহী জেলার কুতুবুদ্দিন বাদশা। গত ২১ই সেপ্টেম্বর (রবিবার) দুপুরে চাই সারা গ্রামে তার নিজ বাসভবনে তাঁতীদলের নেতাকর্মীরা তাকে দেখতে যান এবং শারীরিক অবস্থার ও চিকিৎসার খোঁজ খবর নেন। চিকিৎসাধীন, নারায়ণ চন্দ্র ভবানীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলার তাঁতী দলের সভাপতি কুতুবুদ্দিন বাদশা,, জেলা সাধারণ সম্পাদক মহিদ খান, দপ্তর সম্পাদক আলাল,, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কাজল, বাগমারা উপজেলা তাঁতি দলের আহবায়ক মোঃ মামুনুর রশিদ মামুন, জেলা তাঁতীদলের সদস্য সচিব জাকিরুল রশিদ, যুগ্ম আহবায়ক, সুলতান সুইট, বাসুপাড়া ইউনিয়ন তাঁতীদলের নেতা সাগর আলী, সাধারণ সম্পাদক ইসমাইল, গোবিন্দপাড়া ইউনিয়ন তাঁতীদলের সভাপতি মোঃ সুলতান, গোবিন্দপাড়া ইউনিয়ন তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক দুলাল,, গোবিন্দপাড়া ইউনিয়ন ছাত্রদল সিনিয়র সহসভাপতি মোঃ মসিউর রহমান,গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শাহনাজ বেগম প্রমুখ। পরিশেষে নারায়ণ চন্দ্র প্রামানিকের স্ত্রীর হাতে উপহার তুলে দেন রাজশাহী জেলা তাঁতি দলের সভাপতি কুতুবুদ্দিন বাদশা সহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।