রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগ নেতা মাজেদ আলী মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাজেদ আলী মোল্লার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
সোমবার রাত ১১ ঘটিকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৩৫ বছর। মৃত্যুকালে স্ত্রী. সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাজেদ আলী মোল্লার বাড়ি গোয়ালকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামে। তিনি গোয়ালকান্দি ইউনিয়নের সাবেক মেম্বার ও উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আবেদ আলী মোল্লার ছোট ভাই।
মাজেদ আলী মোল্লার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ইঞ্জিনিয়ার এনামুল হক।