রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের কাজীহাটাগ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দলীয়ও প্রভাব খাটিয়ে জোরপূর্বকভাবে বাড়ি নির্মাণ করছে, এমন অভিযোগ তুলে বাগমারা থানায় অভিযোগ দায়ের করেছেন মান্নান শেখ নামে এক ভুক্তভোগী।
জানা যায়, গত ১৫ ই ফ্রেরুয়ারী জেলা রাজশাহীর বিজ্ঞ বাগমারা সহকারি জজ আদালতে এই মামলা দায়ের করেন জমির মালিক মোঃ আঃ মান্নান শেখ(৫৯)। যার মামলা নং ১৪৬/২০২৩। এই মামলায় তিনি প্রতিপক্ষ যেন দরখাস্তকারীর সম্পত্তিতে জোর করে দখল করতে না পারে তার জন্য আদালতের কাছে নিষেধাজ্ঞা প্রার্থনা করেন। এরপর গত ১৫ ফ্রেরুয়ারী ২০২৪ইং তারিখে আদালত বাদীর আবেদন পর্যালোচনা করে, বাদীর নালিশী সম্পত্তির উপর (১৪৪) নিষেধাজ্ঞা করে স্থগিতের আদেশ দেন। এরপরে আদেশের কপি দ্রুত বাগমারা থানা কর্তৃপক্ষের নিকট পৌছানো হয়। কিন্তু বিবাদী মোঃ আঃ মাজিদ শেখ(৬০), মোঃ আজিজ শেখ, পিতা মৃত আঃ রহমান, মোঃ দুলাল(৩০) শেখ পিতাঃ আঃ মাজিদ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ভাবে বাড়ি নির্মাণ করতে লাগে। বিবাদীগণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণ করতে গেলে বাদীপক্ষ বাগমারা থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ দ্রুত ঘটনা স্থলে এসে কাজ বন্ধ করে দিয়ে চলে যায়। কিন্তু থানা পুলিশ চলে যাওয়ার সাথে বিবাদীগন আবারও বাড়ি নির্মাণ করতে শুরু করে। পরে আবার ও আদালতে নিষেধাজ্ঞা প্রার্থনা করি আঃ মান্নান শেখ পুলিশকে ফোন করলে পুলিশ এসে বাড়ি নির্মাণ বন্ধ করে দিয়ে চলে যায়। এর একদিন পর বিবাদীগন/ আসামিগন বাড়ি নির্মাণ না করে কৌশুলে টিন দিয়ে বিবাদীর নালিশী সম্পত্তির বাগমারা থানার কাজীহাটা মৌজা-১০৪,সিএস খতিয়ান-৭৩, এসএ-খতিয়ান-৯১, আরএস খতিয়ান-২৫৬,২৫৭, সাবেক দাগ-১০০৪, আরএস দাগ-১৪০৮,১৪০৯ সম্পত্তি ঘিরে ফেলে। আদালতের নিষেধাজ্ঞা থাকা জায়গায় এ রকম কাজ চলমান থাকায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। এব্যাপারে স্থানীয় বর্তমান ইউপি সদস্য সাথে কথা হলে, তিনি বলেন, উক্ত নালিশী সম্পত্তিটি বাদী মোঃ আঃ মান্নান শেখের। কিন্তু বিবাদী গন অত্যন্ত খারাপ প্রকৃতির লোক তাই তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণ করতে যাচ্ছে। তাই আমি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি যেন তাড়াতাড়ি মান্নান শেখের নালিশী সম্পত্তির ফায়সালা হয়। তা না হলেও অচিরেই উক্ত জায়গায় বড় রকমের রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। এই বিষয়ে বিবাদী মোঃ আঃ মাজিদ শেখের সাথে কথা হলে তিনি বলেন, আমি আমার সম্পত্তির উপর বাড়ি নির্মাণ করবো তাতে যা হবার হবে। তিনি আরও বলেন, আদালতের মাধ্যমে যদি সেই সম্পতি পায় তাহলে দেওয়া হবে। এ ব্যাপারে বাগমারা থানা অফিসার ইনজার্চ (ওসি) অরবিন্দ সাথে কথা হলে তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা পাওয়ার পরপর আমার থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঔ নালিশী সম্পত্তির উপর সকল কাজ কর্ম বন্ধ থাকার কথা বলে নিষেধাজ্ঞা জারি করে আসছে। তবে কেউ যদি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কাজ করতে যায়, তাহলে তার বিরুদ্ধে আইননুসারে ব্যবস্থা নেওয়া হবে।