রাজু আহমেদ স্টাফ রিপোর্ট
রাজশাহীর বাগমারায় ৫ আগস্ট এর ঘটনায় দায়েরকৃত মামলায় ১০ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। বাগমারা কয়েকদিন গ্রেফতার অভিযান সীমিত করলেও রাতের বেলায় দেয়ালে আওয়ামী লীগের স্লোগান লেখার পর পুলিশ তৎপর হয়ে উঠেছে। শনিবার রাতে উপজেলায় বিভিন্ন অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা–কর্মীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুলাই–আগস্টে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।
গত বৃহস্পতিবার রাতে বাগমারা উপজেলা সদরসহ আশপাশের এলাকার দেয়ালে দেয়ালে ও বিএনপি নেতাদের প্রতিষ্ঠানের দেয়ালে হঠাৎ আওয়ামী লীগের স্লোগান লেখা হয়। গত শুক্রবার সকাল থেকে লেখাগুলো নজরে আসে। এরপর বিএনপি ও যুবদল ওই ঘটনায় জড়িত আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবিতে গত দুই দিন মিছিল সমাবেশ করেছেন।
শনিবার রাতে পুলিশের একটি দল উপজেলার ঝিকড়া ইউনিয়নের মদাখালি বাজারে অভিযান চালায়। সেখান থেকে চায়ের দোকানি মকছেদ আলী (৪৮), বড় বিহানালী ইউপির সাবেক সদস্য আবু বাক্কার (৫৫) ও আওয়ামী লীগের কর্মী জাহাঙ্গীর আলমকে (৫৬) আটক করে পুলিশ। এ ছাড়া রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ আরও ছয়জনকে আটক করে।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বড় বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বাক্কার (৪৪), শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি শেখ ফরিদুল ওরফে রিপন (৩৫), ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন (৩০), মাড়িয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল হোসেন (৪৫), হামিরকুৎসা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাজিমুল হক ওরফে রিকো (৩২), তাহেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন (৪৮), শুভডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সদস্য শরীফ মাহমুদ (৩২) ও ঝিকড়া যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম (২৪)।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, আটক হওয়া ব্যক্তিরা গত ৫ আগস্ট উপজেলা সদর ভবানীগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। ওই সব ঘটনার পরিপ্রেক্ষিতে হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার দুপুরে আদালতে তোলা হবে। তাঁরা দেয়াল লিখনের সঙ্গে জড়িত কি না, সে বিষয়ে তথ্য নেওয়া হচ্ছে।