রাজু আহমেদ স্টাফ রিপোর্ট
রাজশাহীর বাগমারার আউচপাড়া ইউনিয়নে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সমবার (১৬ ডিসেম্বর -২৪) বিজয় দিবসের প্রথম প্রহরে হাটখুজিপুর উচ্চবিদ্যালয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
আউচপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান ডি এম, শাফিকুল ইসলাম সাফির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পনের পাশাপাশি, বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ৫০ বার তপোতধ্বনির মধ্যে দিয়ে বিজয় দিবসের সকল কার্যক্রম শুরু করা হয়।
মহান বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে হাট খুজিপুর উচ্চবিদ্যালয় মাঠে সারাদিন ব্যাপি খেলা ধূলা ও দোয়া আলোচনা সভা আয়োজন করেন আউচপাড়া ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহবায়ক বাগমারা উপজেলা বিএনপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডি, এম, জিয়াউর রহমান জিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীতাবাদীর তারেক জিয়ার প্রজন্ম দলের রাজশাহী জেলার সভাপতি আবুল কালাম আজাদ। হাট খুজিপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম সাজু। আউচপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ, ডিএম সিদ্দিকুর ইসলাম, যুব নেতা নাহিদ, সুলতান মাহমুদ, মমতাজ উদ্দিন, দুলাল হোসেন, শাহিন আলম, ফিরোজ হোসেন, সেলিম রেজা সহ বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,আউচপাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ জলিল। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিজগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।