এমন এইচ কামাল বাকেরগঞ্জ
বাকেরগঞ্জে সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে (২০ আগষ্ট) বুধবার বেলা ৩ টায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রমী যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব, ফয়সাল আহম্মেদ খান, আলাউদ্দিন জুয়েল, সহ সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রঞ্জু। সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আল মামুন, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি, ও বাকেরগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
র্যালিটি উপজেলার বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্ম, বর্ণ ও গোত্রের লোকজন শান্তিতে বসবাস ও নিজ ধর্ম পালন করে আসছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।