মোঃ ইমরান হোসাইন পটুয়াখালী জেলা প্রতিনিদি,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী অধ্যাপক মাওলানা আইউব বিন মুছা’র সমর্থনে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকো বাউফলের বিভিন্ন এলাকা থেকে শত শত মোটরসাইকেল অংশগ্রহণ করে বাউফল উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
নেতৃবৃন্দ জানান, এই শোভাযাত্রার মাধ্যমে প্রার্থী অধ্যাপক মাওলানা আইউব বিন মুছা’কে বিজয়ী করতে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।