সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
“শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, আড়ানী ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) সকালে রাজশাহী জেলার বাঘা উপজেলার ৬ নং আড়ানী ইউনিয়ন এলাকায় মোঃ হোসাইন শেখের সভাপতিত্বে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আড়ানী ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন উপলক্ষ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মওলানা মোঃ জিন্নাত আলী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলার সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা মোঃ এমদাদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলার সাবেক সভাপতি অধ্যাপক মোঃ সাবদার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন আড়ানী পৌরসভার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোঃ মনিরুল আজম জিঞ্জু, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রেজাউল করিম, উপজেলা সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মোঃ সবুজ মাহমুদ এবং আড়ানী ইউনিয়নের প্রধান উপদেষ্টা জনাব মোঃ শামসুল আলম।
এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।
অতিথিদের আলোচনা শেষে মোঃ হোসাইন শেখ সভাপতি, মোঃ আলমগীর হোসেন সাধারণ সম্পাদক এবং টিংকু সরকার কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।