মহাদেবপুর প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ লুথারেন চার্চ মহাদেবপুর সার্কেলের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে চেয়ারম্যান পদে মিঃসন্জিত বিশ্বাস এবং সেক্রেটারি পদে রতন মুরমু জয়ী হয়েছেন।গতকাল (২৬জুলাই) শনিবার দুপুর ১২ টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪ টা পর্যন্ত।ভোট গ্রহণ শেষ হলে গণনার পর নির্বাচন কমিশনে ৪ জনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার মিঃ স্বপন সরকার এ ফলাফল প্রকাশ করে।নির্বাচন সূত্রে জানা যায়,জেলার বিভিন্ন উপজেলার চার্চ সদস্যরা সকাল থেকেই উপজেলার ভীমপুর ইউপির সরস্বতীপুর বাংলাদেশ লুথারেন চার্চ কার্যালয় জরো হতে থাকেন। ভোট কার্যক্রম শুরু হলে তারা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেন।চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী লড়াই করলেও মিঃসন্জিত বিশ্বাস ৩২ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।ভাইস চেয়ারম্যান পদে ও ৩২ ভোটে রেজাঃঅনুকুল মন্ডল,সেক্রেটার পদে ২৬ ভোটে মিঃরতন মুরমু জয়ী হোন।এছাড়াও সার্কেল কার্যকরী সদস্য (১)মিঃসুনিল রায়,কার্যকরী সদস্য (২)সুবর্না রানী,কার্যকরী সদস্য (৩)ললিত চন্দ্র দাস ও ও কার্যকরী সদস্য (৪)রজিত রবি দাস বিজয়ী হোন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মিঃস্বপন সরকার বলেন,ভোটারদের প্রাপ্ত ভোটের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়েছে। ভোট গ্রহণে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।শান্তিপূর্ণভাবে ভোটের কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং বিজয়ীদের মাধ্যমে দিজেন দাশ কে নব সার্কেল পালক হিসেবে ঘোষণা করা হয়েছে।