মোঃ আজমির হাসান
র্স্টাফ রিপোর্টার,বাঁশখালী, চট্টগ্রাম
চট্টগ্রামের বাঁশখালীতে সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারের অভিযোগে আজকের বসুন্ধরা পত্রিকার কক্সবাজার প্রতিনিধি পরিচয়দানকারী কথিত সাংবাদিক নুরুল ইসলাম মুজাহিদকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নির্দেশে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার মোটরসাইকেল তল্লাশি করে মোট ২,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
থানা পুলিশ জানায়, নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে কক্সবাজার, চকরিয়া ও পেকুয়া এলাকায় সাংবাদিক পরিচয়ে ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিল। সে নিজেকে দৈনিক আজকের বসুন্ধরার সংবাদকর্মী/প্রতিনিধি দাবি করে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।
পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, আটক নুরুল ইসলামের বিরুদ্ধে বাঁশখালী থানায় নিয়মিত মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বলছে, সাংবাদিকতার মতো সম্মানজনক পেশাকে আড়াল হিসেবে ব্যবহার করে মাদক ব্যবসা সমাজের জন্য ভয়াবহ হুমকি। প্রশাসনের কাছে তারা এরকম ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।