ইমরান হোসেন মনির বরগুনা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণঅধিকার পরিষদ মনোনীত বরগুনা-০১ (সদর, আমতলী, তালতলি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার এম মহিউদ্দিন ইউসুফ এর সভাপতিত্বে বরগুনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন নির্বাচনে গণঅধিকার পরিষদের কর্মপন্থা, সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গণঅধিকার পরিষদ সব সময় অগ্রণী ভূমিকা পালন করবে।
সভায় উপস্থিত ছিলেন—
গণঅধিকার পরিষদ বরগুনা জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ শাকিল খান
জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্য সচিব ও শ্রমিক অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মোঃ সিদ্দিকুর রহমান অপু
এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।