বগুড়া বিএনপির অফিস ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শিবগঞ্জের মোস্তা-মানিকের নামে মামলা। বগুড়া জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক রহিমা খাতুন মেরী বাদী হয়ে ১৫ আগষ্ট বগুড়া সদর থানায় মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই সন্ধ্যায় জেলা আওয়া লীগ এর সভাপতি সংসদ সদস্য মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুর নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিকসহ ২০০ থেকে ২৫০ জন বিএনপি অফিসে হামলা চালায়। হামলা চলাকালে বিএনপির অফিসের আসবাবপত্র ভাংচুর, লুটতরাজ করতে থাকে একপর্যায়ে অগ্নি সংযোগ করে। বিএনপি অফিসে অগ্নি সংযোগ ও ভাংচুরের ঘটনায় ১৫ আগষ্ট বগুড়া সদর থানায় এ মামলা রুজু হয়।
এব্যাপারে মামলার বাদী রহিমা খাতুন মেরী বলেন, পরিকল্পিত ভাবে এজাহার ভুক্ত ব্যক্তিরা বিএনপি অফিস কার্যালয় ভাংচুর, লুটতরাজ ও অগ্নি সংযোগ করেছে। আইনগত সহযোগিতা পেতে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ পিপিএম বলেন, এজাহার ভুক্ত আসামীদের দ্রুত গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।