মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ডাকাতিয়ার চর এলাকায় জমি দখল, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে একই গ্রামের একদল প্রভাবশালী আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. আমজাদ হোসেন (৫০), পিতা মৃত হাজের আলী, ফুলছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদী পক্ষের সঙ্গে বিরোধ চলে আসছে। বিবাদীরা হলেন— মো. শাহজামাল (৫২), মো. সালাম মন্ডল (৫৫), মো. রাজ্জাক (৬০), মো. সবুজ (৩৮), ডা. সবুজ (৪০), মো. বাবুল (৪৫), মো. মুকুল (৫০), মো. সোহাগ (২৮), মো. মজনু (৩৫), মো. রঞ্জু মিয়া (৩৩) ও মো. রাজু মিয়া (৩৫) প্রমুখ। সকলে একই এলাকার বাসিন্দা।
আমজাদ হোসেনের অভিযোগ, বিবাদীরা জোরপূর্বক তার জমি দখলের পাঁয়তারা করছে এবং জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিবাদীরা তার মরিচক্ষেতে পানি সরবরাহ বন্ধ করে দেয়। এতে প্রায় ৮ লাখ টাকার ফসলের ক্ষতি হয়।
গত ২ অক্টোবর সকাল ১০টার দিকে আমজাদ হোসেন জমিতে কাজ করতে গেলে বিবাদীরা বাধা দেয় এবং তাকে মারধরের হুমকি ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা এলাকা ত্যাগ করে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযোগকারী আশঙ্কা প্রকাশ করেছেন, বিবাদীরা যেকোনো সময় তার ও পরিবারের ক্ষতি করতে পারে।
স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।
ফুলছড়ি থানার এক কর্মকর্তা জানান, ভুক্তভোগীর অভিযোগ তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।