আমির উদ্দিন বাবু পোরশা(নওগাঁ)প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরাঈলী নৃসংস গণহত্যার প্রতিবাদে নওগাঁর পোরশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পরে তৌহিদি জনতার আহবানে উপজেলার সর্বস্তরের জনগণের অংশ গ্রহণে একটি বিশাল মিছিল উপজেলা সদর নিতপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মডেল মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারী শরিফুল ইসলামের সঞ্চালনায় এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মডেল মসজিদের ইমাম মাও: আহাদ শাহ, নিতপুর বড় মসজিদের ইমাম মাও: আব্দুল বাসেত, নিতপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাগর আলী, বিশিষ্ট সমাজ সেবক শরিফুল ইসলাম, ও প্রভাষক মেছবাহ্ উল হক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এতে কয়েক হাজার জনগণ অংশ গ্রহণ করেন।