
মোঃ আজমির হাসান
স্টার্ফ রিপোর্টার
চট্টগ্রাম, ফটিকছড়ি
অদ্য ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং ফটিকছড়ি থানার ওসি মহোদয়।
সভায় ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বক্তারা বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু ব্যক্তি হাসপাতাল ও এর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রচার করছে, যা সম্পূর্ণ অনৈতিক এবং জনগণের স্বাস্থ্যসেবার প্রতি আস্থা নষ্টের অপচেষ্টা।
সভায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মহোদয় উপস্থিত থেকে হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা, সেবার মান ও রোগীসেবায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “যেকোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পরিদর্শন শেষে সিভিল সার্জন মহোদয় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ল্যাব, বহির্বিভাগ ও জরুরি বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক উন্নয়নের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।