পোরশা(নওগাঁ)প্রতিনিধি
নওগাঁর পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত অজ্ঞাত নারী (৬০) মারাগেছে। শুক্রবার দিবাগত রাত অনুমান ২টা ১৫মিনিটে অজ্ঞাত নামা নারী (মুসলিম) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা ওয়ার্ডের বেড নং-১১ তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানাগেছে, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ওয়ার্ডবয় রেজাউল করিম এর দেওয়া সংবাদের ভিত্তিতে ১৫/০৮/২৫ইং তারিখ দিবাগত রাত অনুমান সাড়ে ১১ টায় ঘাটনগর ইউনিয়নের চৌকিদার আব্দুর রহিম অজ্ঞাতনামা ওই নারীকে অসুস্থ্য অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করান। এর আগে ওই নারী বেশকিছু দিন ধরে বাংধারা সহ আশপাশ এলাকায় ঘুরাঘুরি করছিল। স্থানীয়রা ও হাসপাতাল কর্তৃপক্ষ তার নাম ঠিকানা জিজ্ঞাসা করলে সে তার নাম- ঠিকানা বলতে পারেনি। তারা জানায় মহিলা মানসিক ভাবে ভারসাম্যহীন ছিল। তাদের ধারনা উক্ত মহিলা বার্ধক্য জনিত কারণে অসুস্থ্য হয়ে রাস্তায় পড়ে থাকত। চৌকিদার আব্দুর রহিম ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক দেখে অটোগাড়ীযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে নারীকে ভর্তি করে। পরে সে চিকিৎসাধীণ অবস্থায় মারা যায়। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানাগেছে।
আমির উদ্দীন বাবু
উপজেলা প্রতিনিধি
পোরশা নওগা