পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশার সোমনগর শাহ্ স্পোটিং ক্লাবের আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে সোমনগর ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় অপরাজয় ২১ এসএসসি ব্যাচ সোমনগর একাদশ ২-১ গোলে মোল্লাপাড়া স্পোটিং ক্লাব ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা অর্জন করে। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আরাফাত রহমান। খেলা পরিচালনা করেন ফারুক শাহ্। প্রচুর দর্শকের উত্তেজনাপূর্ণ ওই খেলা শেষে পুরুস্কার বিতরন করেন ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান শাহ্, যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হক শাহ্, ঘাটনগর ইউনিয়ন যুবদল সভাপতি মর্তজা শাহ্ ও বিএনপি নেতা মোজাহারুল হক শাহ্। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমির উদ্দীন বাবু
উপজেলা প্রতিনিধি
পোরশা নওগাঁ