আমির উদ্দিন বাবু পোরশা(নওগাঁ)প্রতিনিধি
জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” শ্লোগানের আলোকে নওগাঁর পোরশায় দুইদিন ব্যাপি ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকদের দেওয়া স্টল ঘুরে দেখেন ইউএনও মো. আরিফ আদনান। মেলায় স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত ধারণা সম্পর্কে দর্শনার্থীদের বিস্তারিত বর্ণনা দেন। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রশিদ, প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ন কবির, থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: রফিকুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মো: আব্দু্ল্লাহ্ আল ওয়াদুদ
বার্তা সম্পাদক: মো: রাজন আলী