পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় “সওতুল হেরা মডেল হিফ্জ” নামে একটি মাদ্রাসা উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধায় উপজেলা মডেল মসজিদের উওর পাশে মোজাম শাহ্ মার্কেট এর উদ্বোধন করেন নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: আব্দুল বাশির। এসময় সংশ্লিষ্ট মাদ্াসার পরিচালক হাফেজ মাও: মুফতি আব্দুল মাতিন, উপাধ্যক্ষ ও উপজেলা জামায়াতের আমির মাও: সাগর আলী, বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক আজাহার আলী, অধ্যক্ষ আব্দুল করিম, সহকারি শিক্ষক শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।