1. towkir.skit@gmail.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
Title :
বাগমারায় মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  সমাজ থেকে বিভেদ দুর করতে আমরা একসাথে কাজ করার আহ্বান: মাসুদ হাসান তুহিন  পোরশায় তিন আসামী গ্রেফতার বাগমারায় ধর্ষনের ঘটনা গ্রাম্য সালিশে মিমাংসার চেষ্টা,পালিয়ে গেলেন অভিযুক্ত ধর্ষক বাগমারায় লাহার আলী হাফেজিয়া ক্বারিয়ানা ও এতিমখানা মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁয় ডেভিল হ্যান্ট-এ ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক আটক পরিপূর্ণ হজ সম্পন্ন করতে চাইলে অবশ্যই হজের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে..ডিসি নওগাঁ মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু পোরশায় নিরীহ এক কৃষকের ধান কীটনাশক নষ্ট করেছে দূর্বৃত্তরা

পোরশায় সরকারি স্বাস্থ্য সেবা বঞ্চিত সাধারন মানুষ উপজেলায় জনগণ প্রায় দেড়লক্ষ চিকিৎসক একজন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৯২ Time View

আমির উদ্দিন বাবু পোরশা(নওগাঁ)প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলা। সরকারি হিসেব অনুযায়ী এ উপজেলার জনসংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৫৩৫জন। সরকারি হাসপাতাল একটি। হাসপাতালটিতে স্বাস্থ্য সেবায় নিয়োজিত মাত্র একজন চিকিৎসক। হাসপাতালটিতে কাগজপত্রে প্রতিনিয়ত ১০জন চিকিৎসক চিকিৎসা সেবায় থাকার কথা থাকলেও প্রায় দেড়লক্ষ মানুষকে চিকিৎসা দিচ্ছেন মাত্র একজন চিকিৎসক। প্রতিদিন প্রায় ৪ শতাধীক রোগি আসেন চিকিৎসা নিতে। আউটডোরেই প্রতিদিন চিকিৎসা দেওয়া হয় প্রায় ২০০জন। এছাড়াও জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া প্রায় ৮০ থেকে ১০০জন। একারনে সুবিধামত চিকিৎসা পাচ্ছেন না মানুষ। হিমসিম খাচ্ছেন চিকিৎসা সেবায় থাকা ডাক্তার। সংশ্লিষ্ট চিকিৎসক না থাকায় এক্স-রে মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি অচল হয়ে পড়ে রয়েছে। ফলে সঠিক স্বাস্থ্যসেবা বঞ্চিত স্থানীয় জনসাধারণ। হাসপাতাল সূত্রে জানাগেছে, ৫০শয্যা বিশিষ্ট স্বাস্থ্য হাসপাতালে চিকিৎসকের পদ রয়েছে ১০টি, এর মধ্যে বগুড়ায় আরডিএ তে প্রশিক্ষণে রয়েছেন ১জন, পতœীতলা ম্যাট্স এ প্রেষনে রয়েছেন ১জন ডাক্তার। পদ শুন্য রয়েছে ৭টি। এছাড়াও পদশূন্য রয়েছে মেডিসিন বিভাগের জুনিয়র কনসালটেন্ট ১জন, চক্ষু বিভাগের ১জন, অর্থোপেডিক্স বিভাগের ১জন, কার্ডিওলজি বিভাগের ১জন, ইএনটি বিভাগের ১জন, চর্ম ও যৌন বিভাগের ১জন, আবাসিক মেডিকেল অফিসার ১জন, আয়ুর্বেদিক মেডিকেল অফিসার ১জন। অপরদিকে নার্সিং সুপারভাইজার ১জন, হেল্থ এডুকেটর ১জন, কম্পিউটার অপারেটর ১জন, ক্যাশিয়ার ১জন, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর ১জন, ডেন্টাল মেডিকেল টেকনোলজিষ্ট ১জন ও ফিজিওথেরাপি ১জন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ২জন, ভান্ডার রক্ষক ১জন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ৪জন, স্বাস্থ্য সহকারী ৭জন ও অফিস সহায়ক ৪জনের পদ শুন্য রয়েছে। উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলিরও বেহাল অবস্থা। এগুলোর মধ্যে নোনাহার উপ-স্বাস্থ্য কেন্দ্র ও শাহ্ পোরশা উপ-স্বাস্থ্য কেন্দ্রে ১জন করে মেডিকেল অফিসারের পদ শুন্য রয়েছে। নিতপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, ছাওড় ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, গাঙ্গুরিয়া ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র এবং ঘাটনগর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে ১জন করে মেডিকেল অফিসার ছাড়াও নিতপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের ১টি পদ শূন্য রয়েছে। হাসপাতালটিতে চিকিৎসা সেবায় নিয়োজিত থাকা চিকিৎসক ডা. আরিফ হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে বৃহত এই জনগণের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। তার দ্বারা এতো মানুষেকে চিকিৎসা দেয়া কি সম্ভব? তাকে প্রতিনিয়িত চিাকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজির আহমেদ এবিষয়ে জানান, তারা চিকিৎসক এবং অন্যান্য শুন্যপদ পূরণের লক্ষ্যে লোকবল চেয়ে ঊর্ধ্বতন কতৃপক্ষের নিকট হসপাতালের তথ্য পাঠিয়েছেন। এব্যাপারে উর্দ্ধতন কতৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিবেন বলে তিনি আশা করছেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 somoyermullo
Developed By : Bongosoft.org