আমির উদ্দিন বাবু পোরশা(নওগাঁ)প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার ওই সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করা হয়। এসময় সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম সহ ইউপি প্যানেল চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও একই স্থানে ইউএনও মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে আইন শৃংখলা, সন্ত্রাশ ও নাশকতা প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন এবং পাচার প্রতিরোধ, চোরাচালান প্রতিরোধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও সর্বজনীন জন্ম-মৃত্যু নিবন্ধন সভা অনুষ্ঠিত হয়।