নওগাঁর পোরশায় মাসিক সমন্বয় ও আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী কর্মকর্তা আরিফ আদনান। অপরদিকে, একই স্থানে আইন শৃংখলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা, উপজেলার আইন শৃংখলা ও চোরাচালান, মাদক, বাল্যবিবাহ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক রেজা, প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা, এলজিডি প্রকৌশলীসহ কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।