নওগাঁর পোরশায় সড়ক দূর্ঘ্যটনায় সাইফুদ্দিন মন্টু (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার সকালে সরাইগাছি-আড্ডা রাস্তার জালুয়া মোড়ে এ দূর্ঘ্যটনা ঘটে। নিহত সাইফুদ্দিন জালুয়া গ্রামের মৃত্যু মৃত আবু তাহেরের ছেলে। জানাগেছে, সাইফুদ্দিন জালুয়া মোড়ে পায়ে হেটে রাস্তার এক পাশ থেকে অন্যপাশে যাচ্ছিলেন। এসময় তাইতোড় মোড়ের দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।