নওগাঁর পোরশায় শহিদ দিবস ও আন্তর্জাতীক মাতৃভাষা দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চ দিবস যথাযথ মর্যদায় পালনের লক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও(ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এসময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ সরকার, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন, তেতুলিয়া ইউপি চেয়ারম্যান ফজলুল হক শাহ্ চৌধুরী সহ বিভিন্ন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় একুশে ফেব্রুয়ারিতে স্ব-স্ব প্রতিষ্ঠানে ভাষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়।