নওগাঁর পোরশায় বসত বাড়ির জায়গায় বেড়া দেওয়াক কেন্দ্র করে সষ্ট মারামারিত উভয় পক্ষর ৪জন গুরুতর সহ ৮জন নারী পুরুষ আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজলার বর্তমান কালিনগর গ্রামর (সাবেক গ্রাম বাহারুল) আসির উদ্দিনর ছেলে সালাউদ্দিন বকুল ও কালিনগর গ্রামের নুর ইসলামর ছেলে নুরুল হুদার পরিবারর মধ্যে ওই মারামারির ঘটনাটি ঘট। এত উভয়পক্ষর মারামারিত নুরুল হুদা(৫২) সহ তার স্ত্রী মারশদা বগম(৪০) এবং দুই ছেলে মারশদ(২৮) ও আবদুল্লাহ অÍর(২৫) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তাদের পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার আহতদর অবস্থায় অবনতি হওয়ায় রাজশাহী মডিকল কলজ হাসপাতাল রফার্ড করন।আহতদের রাজশাহী মডিক্যালে নিয়ে যাওয়ার পথে বলা ১১ টার দিক প্রতিপক্ষর আঘাত গুরুতর আহত নুরুল হুদার স্ত্রী মোরশেদা বগম(৪০) রাস্তায় মত্যুবরণ করন। অপরপক্ষর আহত সালাউদ্দিন বকুল(৫৫) তার ভাই রমজান আলী (৪৭) ও রমজানর ছেলে ইমরান আলী(২২), কালিনগর গ্রামের মজিবরর ছেলে আব্দুস সবুর(২৬) সহ ৪জন আহত হয়েছেন এবং আহতরা পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এবিষয় জানত চাইল পোরশা থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, পুলিশ সদস্যদর ঘটনা স্থলে পাঠানা হয়ছ। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপক্ষে আইনগত ব্যবস্থা নয়া হবে বলে তিনি জানিয়ছন।