নওগাঁর পোরশা উপজেলার মর্শিদপুর ইউপি চেয়ারম্যান ও মর্শিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদকে আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা আটক করেছেন। তার সাথে একই ইউপির ১নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলামকেও আটক করা হয়েছে। জানাগেছে, নওগাঁ সদর মডেল থানার একটি মামলার পরিপ্রেক্ষিতে বুধবার সন্ধা ৭টার দিকে উপজেলার শিশা বাজার থেকে তাদের দুইজনকে আটক করা হয়। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিক জানান, তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা থাকায় তাদের আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।