আমির উদ্দীন বাবু উপজেলা পোরশা নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের মনোহরপুর মোড়ে দিনের ব্যবসা শেষে কনকনে শীতে ব্যবসায়ীরা যখন বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিলেন তখন বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ছে একটি দোকান।
রোববার (১৮ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানীর প্রায় ২লক্ষ টাকার ক্ষতি হয়। স্থানীয়রা জানান, মধ্যরাতে সকলে যখন ঘুমে আচ্ছন্ন ঠিক তখনি আগুন আগুন বলে চিৎকার করে স্থানীয়রা আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ছে দেখে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া দোকানটি মুদি দোকান হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উপজেলার খদ্যগনইর গ্রামের মৃত্যু ইদ্রিস আলীর ছেলে জয়নুদ্দিন বলেন, আমরা কয়েক জন নিতপুর থেকে বাড়ি ফিরার সময় লক্ষ্য করে দেখি মনোহরপুর মোড়ে একটি মুদিদোকানে আগুন লেগেছে।