কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে নওগাঁর পোরশায় বিএনপি’র দু’পক্ষ পৃথক বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূীচ পালন করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি তৌফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে বিএনপি’র একাংশ সরাইগাছি মোড়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালিনগর উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রখেন উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক শফিউদ্দিন মন্ডল, বিএনপি’র সাবেক সহ-সভাপতি তৌফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, যুবদলের আহবায়ক ইকবাল শাহ্, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, ছাত্রদলের আহবায়ক হারুন অর রশিদ সহ নেতৃবৃন্দ। এসময় যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হক শাহ্, ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান শাহ্, মশিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রুপম চৌধুরী, গাংগুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম রহমান সহ সহ¯্রাধীক বিএনপি’র নেতাকর্মী উপস্থিত ছিলেন। অপরদিকে একই দাবিতে বিএনপির অপর অংশের সভাপতি আহম্মদ মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে সরাইগাছি মোড় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেন। এতে সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সহ দুই শতাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন।