আমির উদ্দিন বাবু পোরশা(নওগাঁ)প্রতিনিধি
নওগাঁর পোরশায় বান্ধুবীর বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সাদিয়া জান্নাত(১০) নামে এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সাদিয়া উপজেলার পোরশা বাঁশবাড়ি গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। আর এই ঘটনাটি ঘটে দিাঘপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানাগেছে, সাদিয়া রবিবার সকালে দিঘিপাড়া গ্রামে তার বান্ধুবীর বাড়িতে বেড়াতে যায়। সেখানে দুপুরে সে তার বান্ধুবী সহ ৪/৫ জনে সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে কর্মরত ডাঃ আরিফ মৃত ঘোষনা করেন। পোরশা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।