আমির উদ্দিন বাবু পোরশা(নওগাঁ)প্রতিনিধি
নওগাঁর পোরশায় মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি তার বাড়ি ভাংচুর ও চুরির অভিযোগ এনে ৯ জনের বিরুদ্ধে পোরশায় এক এজাহার দায়ের করেছেন। মিজানুর উপজেলার ঘাটনগর শাহুপাড়া গ্রামের ইব্রাহীমের ছেলে। থানায় দায়ের করা তার এজাহার সূত্রে জানাগেছে, ২৮আগস্ট বৃহস্পতিবার বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় তার স্ত্রী মুসলিমা বেগম বাড়ীতে একাকি থাকার সুযোগে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী কায়দায় শাহুপাড়া গ্রামের মৃত চাঁন মোহাম্মাদের ছেলে মোজাহারুল ইসলাম (৪০), ছয়ঘাটিপাড়ার মৃত দোস্ত মোহাম্মাদের ছেলে আবুল কাশেম (৫৫) ও তার ছেলে ফিরোজ আলী (৪০), নজরুল ইসলাম (৩৫) এবং রবিউল ইসলাম (৩২), সাপাহার উপজেলার জিনারপুর গ্রামের মৃত হাই বাবুর ছেলে লোকমান হোসেন (৪৫), লোকমানের ছেলে সুমন (২৫), দেওপাড়া গ্রামের আব্দুল মালেক(৪০) ও পোরশা নিস্কিনপুর গ্রামের ফারুক হোসেন (৩৫) গন হাতে দেশীয় অস্ত্র হাসুয়া, লোহার রড, লোহার সাবল, লোহার কোদাল, বাঁশের লাঠি, কাঁটা বাঁশ, লোহার হাতুড়ি প্রভৃতি মারাত্বক দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া বেআইনী জনতায় দলবদ্ধ ভাবে তার বাড়ীর সীমানায় আসিয়া ঘেরাবেড়া ভাংচুর করে এবং বাড়ীতে প্রবেশ করে বাড়ীর আসবাপত্র ভাংচুর করে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। একই সময় তারা শয়ন কক্ষে প্রবেশ করে বালিসের নিচে থাকা গরু বিক্রয়ের ৫০ হাজার টাকা চুরি করিয়া নিয়ে যায়। এসময় মিজানুরের স্ত্রী প্রান রক্ষার্থে জোরে জোরে চিৎকার দিলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর পরিবার আতংকে দিনাতিপাত করছেন এবং উল্লেখিত ব্যক্তিদের আইনের আওতায় নেয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন। এব্যাপারে পোরশা থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।