আমির উদ্দিন বাবু পোরশা(নওগাঁ)প্রতিনিধি
নওগাঁর পোরশায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার নিতপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পুনর্ভবা নদি সংলগ্ন জেলে পাড়া এলাকার ৩০টি পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণ করেন সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও নাবিলা ফেরদৌস। এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য উজান থেকে নেমে আশা পানিতে ওই এলাকার প্রায় ১০-১৫টি বাড়িতে পানি প্রবেশ করে। ফলে প্রশাসনের নজরে আসলে ত্রাণগুলি বন্যার্ত পরিবারের মাঝে বিতরণ করা হয়।