বন্যাদূর্গত জনগণের জন্য অনুদান হিসাবে নওগাঁর পোরশার বৈষম্য বিরোধী ছাত্রদের উত্তোলন করা অর্থ আস-সুন্নাহ ফউন্ডেশনে প্রেরণ করা হয়েছে। পোরশা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলা শাখার সদস্য মোক্তাউর রহমান জানান, তারা বন্যাদূর্গতদের জন্য এ উপজেলার ছয় ইউনিয়ন থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিগতভাবে ৫৯ হাজার ৪১৫ টাকা উত্তোলন করেন। পরে ওই অর্থগুলি বিকাশের মাধ্যমে সংশ্লিষ্ট ওই প্রতিষ্ঠানে প্রেরণ করেন। তিনি আরো জানান, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমান সরকারের সাথে সমাজের বিভিন্ন অনৈতিক কার্যকলাপ নির্মুলে কাজ করছেন এবং করে যাবেন। তারা ভবিষ্যতে জনগণের জন্য কাজ করে যাবেন বলে জানান। অপরদিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাঙ্গুরিয়া কলেজ সদস্যরা প্রায় ৩১ হাজার টাকা উত্তোলন করে বিভিন্ন খাদ্যসামগ্রীসহ টাকা ফেনী জেলার বন্যাদূর্গতদের জন্য পাঠাচ্ছেন বলে জানাগেছে।
সম্পাদক ও প্রকাশক : মো: রফিকুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মো: আব্দু্ল্লাহ্ আল ওয়াদুদ
বার্তা সম্পাদক: মো: রাজন আলী