“প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২৪ অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় অনুষ্ঠিত প্রদর্শনীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে ঢাকা নিজ কার্যালয় থেকে উদ্বোধনী ও সমাপনি বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। বৃহস্পতিবার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠনে সভাপতিত্ব করেন ইউএনও আরিফ আদনান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা হুমায়ন কবির। সংশ্লিষ্ট কার্যালয়ের অফিস সহকারি গোপাল দাসের উপস্থাপনায় অন্যান্যের ভেটেরিনারী সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন, মৎস কর্মকর্তা মনিরুজ্জামান, প্রাণিসম্পদ প্রকল্পের কর্মকর্তা ডাঃ গোলাপ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীমসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে খাদ্যমন্ত্রীর পক্ষে প্রদর্শনীতে অংশ গ্রহণকারী খামারীদের মাঝে পুরুস্কার বিতরণ, বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বিভিন্ন খামারী ও গরুমালিকদের প্রানিসম্পদ বৃদ্ধির লক্ষ্যে পশুপালনে উৎসাহ প্রদান করেন ইউএনও আরিফ আদনান।