আমির উদ্দিন বাবু পোরশা (নওগাঁ)প্রতিনিধি
নওগাঁর পোরশায় মন্টু হাজি নামে এক ব্যক্তির পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
রোববার দিবাগত রাতে উপজেলার ঘাটনগর ইউনিয়নের রাজবংশী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাজবংশী পাড়া এলাকার পাইকা পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ করেছেন মন্টু হাজি। পুকুরে কয়েক লাখ টাকার রুই, কাতল, বোয়াল, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়েছিলেন তিনি।আগামী সপ্তাহে মাছগুলো বাজারে বিক্রি করার কথা ছিল। কিন্তু তার আগেই সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষপ্রয়োগ করে।
সকালে মাছগুলো মরে পুকুরের পানিতে ভাসতে শুরু করে। ক্ষতিগ্রস্ত মন্টু হাজী বলেন,পূর্বশত্রুতার জের ধরেই এই ঘটনা ঘটানো হয়েছে। আমি ক্ষতিপূরণের পাশাপাশি এই ঘটনার বিচার চাই।
পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক পুকুরে বিষ দেওয়ার কথা কেউ বলেনি । ক্ষতিগ্রস্তরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।