নওগাঁর পোরশায় পিক আপ দূর্ঘ্যটনায় সালাউদ্দিন (৪২) নামে চালক গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে সরাইগাছি মোড় অল মদিনা ক্লিনিকে ভর্র্তি করেছেন। ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে, সালাউদ্দিন, চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার খড়কপুর গ্রামের মৃত দিল মোহাম্মাদের ছেলে। সে রবিবার সকালে তার মাছ ভর্তি পিক আপ (যার নং ঢাকা মেট্রো ন- ১২-৩০৫৭) নিয়ে সরাইগাছি থেকে আড্ডার দিকে যাচ্ছিল। এসময় তেতুলিয়া বাজার এলাকায় পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সে পিক আপের কেবিনে আটকা পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনা স্থলে পৌছে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এবং ক্লিনিকে ভর্তি করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: রফিকুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মো: আব্দু্ল্লাহ্ আল ওয়াদুদ
বার্তা সম্পাদক: মো: রাজন আলী