আমির উদ্দিন বাবু পোরশা(নওগাঁ)প্রতিনিধি
আসন্ন রমজান মাস উপলক্ষে নওগাঁর পোরশা নিতপুরে ন্যায্য মূল্যে ৬৫০ টাকা দরে গরুর মাংস বিক্রির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইউএনও মো. আরিফ আদনান জানান, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এর দিকনির্দেশনায় জেলার প্রতিটি উপজেলায় রমজান মাস উপলক্ষে ন্যায্য মূল্য পণ্য বিক্রি নিশ্চিত করার অংশ হিসেবে শনিবার সুস্থ ও সবল ২টি গরু জবাই করে দিনব্যাপী মাংস বিক্রি করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বল্প আয়ের মানুষদের কথা বিবেচনায় সর্বনিম্ন ১০০ গ্রাম মাংস কেনার সুযোগ রাখা হয়েছে। তিনি আরো জানান, রমজান মাস এলেই বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রবণতা দেখা যায়। এ প্রবণতা রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে গরুর মাংস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস মুড়ি, ছোলা, চিড়া, ডিম, ভোজ্য তেল, গুড়, সেমাই, পোলাওর চাল সহ অন্যান্য পণ্য সহজলভ্য মূল্যে বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। পবিত্র রমজান মাসে ভোক্তাদের জন্য গরুর মাংস সহ অন্যান্য প্রয়োাজনীয় পণ্য সহজ মূল্যে কেনা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসকের নির্দেশনায় তাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান। এই উদ্যোগের মাধ্যমে অন্যান্য ব্যবসায়ীগণ ক্রেতাদের কাছে ন্যায্য মূল্যে পণ্য বিক্রিতে উৎসাহিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: রফিকুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মো: আব্দু্ল্লাহ্ আল ওয়াদুদ
বার্তা সম্পাদক: মো: রাজন আলী