আমির উদ্দিন বাবু পোরশা(নওগাঁ)প্রতিনিধি
নওগাঁর পোরশায় ধর্ষন মামলায় সিকান্দার (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার বিকালে তাকে বিষ্ণপুর বেড়াচৌকি এলাকা থেকে আটক করা হয়। সিকান্দার মান্দা উপজেলার বর্দ্দপুর গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে। সে ব্যবসায়ীক কারনে দির্ঘদিন পোরশা উপজেলার বিষ্ণপুর গ্রামের বেড়াচৌকি এলাকায় বসবাস করছে। মামলা সূত্রে জানাগেছে, বিষ্ণপুর এলাকার ১৭ বছর বয়সের ধর্ষনের স্বীকার এক মেয়ের নানা বাদি হয়ে ১ ফেব্রুয়ারী পোরশা থানায় মামলা করলে থানা পুলিশ সিকান্দারকে আটক করেন। রবিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা নিশ্চিত করেছে।
সম্পাদক ও প্রকাশক : মো: রফিকুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মো: আব্দু্ল্লাহ্ আল ওয়াদুদ
বার্তা সম্পাদক: মো: রাজন আলী