নওগাঁর পোরশায় বাড়ি ভিটার জায়গায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে মারামারিতে গুরুতর আহতদের মধ্যে মোরশেদা বেগম(৪৫) মারাগেছেন। তিনি ঘটনার দিন শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাগেছেন। মোরশেদা কালিনগর গ্রামের নুর ইসলামের ছেলে নুরুল হুদার স্ত্রী। প্রতিপক্ষের লাঠির আঘাতে তিনি মাথা ফেটে মারাগেছেন বলে সংশ্লিষ্টরা জানান। এবিষয়ে থানায় মামলা হয়েছে। এতে থানা পুলিশ এক নারী সহ ৬জনকে কালিনগর গ্রাম ও হাসপাতালের সামনে থেকে আটক করেছেন বলে মামলা সংশ্লিষ্ট কর্মকর্তা এসআই ফারুক হোসেন জানিয়েছেন। আটকৃতরা হলেন- কালিনগর গ্রামের মতিউর রহমানের ছেলে ময়নুল ইসলাম (৪৫) ও ময়নুলের ছেলে রাকিবুল (১৯) এবং মজিবরের ছেলে মহব্বত আলী (৩৫) ও আব্দুছ সবুর (৩০) এবং মৃত আসিরুদ্দনের ছেলে সালাউদ্দিন বকুল(৫৫) ও তার স্ত্রী শাহিনুর বেগম(৫০)। আটককৃতদের রবিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানাগেছে। অপরদিকে কালিনগর পশ্চিমপাড়া যুব কাফেলা নামক একটি সংগঠন মোরশেদাকে হত্যাকারীদের ফাঁসি চেয়ে মিছিল করেছে।