আমির উদ্দিন বাবু পোরশা(নওগাঁ) প্রতিনিধি
“নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত পোরশা গড়ি” ¯স্লোগানের আলোকে নওগাঁর পোরশায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এতে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। র্যালি শেষে উপজেলা পরিষদসহ বিভিন্ন দপ্তর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইউএনও রাকিবুল ইসলাম বলেন, স্থানীয় সরকার নওগাঁর দিক নির্দেশনায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে প্রতিমাসের প্রথম কর্মদিবসে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। তিনি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করার জন্য এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। এছাড়াও সোমবার উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় বলে তিনি জানান। এসময় সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলম, উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি আমির উদ্দিন বাবু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।