আমির উদ্দিন বাবু পোরশা(নওগাঁ)প্রতিনিধি
নওগাঁর পোরশায় রাস্তায় ডাকাতী করার জন্য প্রস্তুতীকালে তিন ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে সরাইগাছি-আড্ডা সড়কের তেঁতুলিয়া কাঁঠালতলা জনৈক শহিদুল মেম্বারের আম বাগানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, গোপন সংবাদে জানাযায় একটি ডাকাত দল বিভিন্ন অস্ত্রসহ সমবেত হইয়া রাস্তায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। এসময় রাতে টহলরত এসআই নিরস্ত্র ইকবাল আহমেদ ও এসআই সাবিনুর রহমান সঙ্গীয় ফোর্স সহ তার নেতৃত্বে স্থানীয় জনগণকে নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার শিমুলকুঁড়ি গ্রামের মনিরুল ইসলামের ছেলে আরিফ (২২), শিবগঞ্জ উপজেলার ধবুড়া গ্রামের মৃত সুলতান মাহমুদের ছেলে সোহেল রানা (২১) এবং গোমস্তাপুর উপজেলার মিরাপুর (বর্তমান রানীবাড়ি চাঁদপুর) গ্রামের সাইফুল ইসলামের ছেলে জসিম উদ্দীন (১২) কে আটক করেন। এসময় শিবগঞ্জ উপজেলার চৌডালা গ্রামের শক্তি মাঝির ছেলে ওয়াসিম (৩০), গোমস্তাপুর উপজেলার মকরমপুর ঘুন্টি গ্রামের মানিক (২৫), বংপুর গ্রামের আবু সাইদের ছেলে লিটন (২৫), এবং একই গ্রামের শ্রী আনারুল শীং এর ছেলে শ্রী বিকাশ সিং (২৩) সহ আরো ৪/৫ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতদের কাছ থেকে ২৪ ইঞ্চি মাপের ১টি লোহার তৈরী হাসুয়া, ০৪টি মোবাইল ফোন ও ডাকাতি কাজে ব্যবহৃত ০২টি রশি উদ্ধার করা হয়। আটক ডাকাতরা আন্ত: ডাকাত দলের সদস্য বলে তিনি জানান। তারা প্রতিনিয়ত রাস্তায় ডাকাতী করে বলেও তিনি জানান। এব্যাপারে থানায় মামলা হয়েছে। আটককৃতদের সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অন্যদের ধরার চেষ্ঠা চলছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক : মো: রফিকুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মো: আব্দু্ল্লাহ্ আল ওয়াদুদ
বার্তা সম্পাদক: মো: রাজন আলী