পোরশা(নওগাঁ)প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। সভায় উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন/২০২৫ সুষ্ঠভাবে বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় নওগাঁ জেলা এফআইএমও ডাঃ লুৎফর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজির আহেম্মেদ, থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল কবির সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৮দিন ব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভুত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে।
আমির উদ্দীন বাবু
উপজেলা প্রতিনিধি
পোরশা নওগাঁ