নওগাঁর পোরশায় জোর করে অপরের জমিতে রাস্তা নির্মাণ করার চেষ্ঠা করেছেন উপজেলা বিএনপির একাংশের সহ-সভাপতি মোতাহার হোসেন (সুফি) শাহ্। পরে জমির মালিক পক্ষের বাঁধায় রাস্তা নির্মাণ করতে পারেননি তিনি। জানাগেছে, শুক্রবার পোরশা হাটখোলা বাজার সংলগ্ন ইসলামপুরের আতাউর রহমান শাহ্ (আতা মলবি) নামক এক নিরিহ ব্যক্তির জমিতে জোর করে রাস্তা নির্মাণ করতে যান মোতাহার শাহ্। খবর পেয়ে জমির মালিক লোকজন নিয়ে এসে তাতে বাঁধা দেয়। এসময় দুপক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। আতাউর রহমান জানান, তিন বছর আগে তিনি ক্রয় সূত্রে ওই জমির মালিক হন এবং সেসময় থেকে তিনি জমি ভোগদখল করে আসছেন। তার জায়গাটি তারের বেড়া দিয়ে ঘেরা আছে। শুক্রবার মোতাহার হোসেন দলবল নিয়ে তার জমির তারের বেড়া ভেঙে জোরপূর্বক চলাচলের রাস্তা তৈরি করতে থাকেন। এ বিষয়ে নিষেধ করতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এসময় বিএনপির সময় সবকিছু জোর করে করা হবে বলে মোতাহার হোসেন তাকে হুমকি দেয় বলে জানান। থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিতে রাস্তা নির্মান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। উভয় পক্ষকে নিয়ে বিরোধ দ্রুত মিমাংসা করা হবে।