আমির উদ্দিন বাবু পোরশা(নওগাঁ)প্রতিনিধি
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রæয়ারীতে নির্বাচন সহ ৫দফা গণদাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁর পোরশা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় নিতপুর কপালীর মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাও: সাগর আলী। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাও: নাসির উদ্দিন। উপজেলা জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলামের পরিচালনায় সমাবেশে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়াতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দূর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষদ্ধ করার দাবী জানানো হয়। শেষে সমাবেশ স্থল থেকে একটি বিক্ষোভ মিছিল হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ করা হয়।