
পোরশা(নওগাঁ)প্রতিনিধি: সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় জাতীয় সমবায় দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাকিবুল ইসলাম। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোসা: নাবিলা ফেরদৌস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আব্দুর রাজ্জাক। এসময় শোভাপুর মৎস চাষি সমবায় সমিতির সভাপতি শাহ্জামান, পদ্মা সমবায় সমিতির সাধারন সম্পাদক রবিউল ইসলাম সহ সুবিধাভোগী সদস্যগণ উপস্থিত ছিলেন।