নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউ এন ও আরিফ আদনান এর সভাপতিত্বে এক আলাচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক সাইফুল ইসলাম, নিতপুর মডেল সরকারি স্কুল ও কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত শফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আব্দুল খালেকসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবার জাতীয় বীমা দিবস এ উপজেলায় ঢিলেঢালা ভাবে পালন করা হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়া অন্য কোন কর্মকর্তা উপস্থিত ছিলেন না।