আমির উদ্দিন বাবু পোরশা(নওগাঁ)প্রতিনিধি
“স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার উপজেলা চত্বরে র্যালি ও শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় সহকারি কমিশনার(ভূমি) নাবিলা ফেরদৌস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।